Site icon Jamuna Television

দুর্বৃত্তদের হামলায় আহত ‘বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত’ এর সাংগঠনিক সম্পাদক

'বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত' এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ।

ছুটিতে দেশে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরতর আহত হয়েছেন ‘বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত’ এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ। তাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত এর নেতৃবৃন্দ।

রোববার (২৫ জুলাই) রাতে কুয়েতে আব্বাসিয়া সংগঠনের কার্যালয়ে এই নেক্কারজনক ঘটনার প্রতিবাদ সভা করেছে। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর পরিচালনায় সভায় সংগঠনের উপদেষ্টা হুমায়ূন আলী, সহ সভাপতি নাজিম উদ্দিন সহ অন্যরা হানিফের ওপর এই ন্যাক্কারজনক হামলাকারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন।

Exit mobile version