Site icon Jamuna Television

ম্যান ইউতে যোগ দিচ্ছেন রাফায়েল ভারানে

ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ফরাসি সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানে যোগ দিতে যাচ্ছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে, জানিয়েছেন স্কাই স্পোর্টসের সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

আজ (২৬ জুলাই) ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ এই ইতালিয়ান সাংবাদিক জানিয়েছেন, ভারানের ম্যান ইউনাইটেডে যোগ দেয়া এখন কেবলই সময়ের ব্যাপার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল পেজ তিনি জানান, ম্যান ইউ এবং রিয়াল মাদ্রিদের মধ্যে চুক্তি সম্পন্ন করতে এখন সর্বশেষ পর্যায়ের কাজ চলছে। সম্পন্ন হচ্ছে প্রয়োজনীয় শর্তাবলীর ব্যাপারে কিছু দাপ্তরিক কাজ। এখন কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা চলে আসবে।

জানা গেছে, রেড ডেভিলদের সাথে ব্যক্তিগত সকল শর্তেই রাজি আছেন ভারানে।

Exit mobile version