Site icon Jamuna Television

চীনের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা

চীনের নজিরবিহীন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে গ্রাম থেকে শহরে যাওয়া শ্রমিকরা। বিবিসির ছবি।

চীনের হেনান প্রদেশে নজিরবিহীন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কাজের খোঁজে গ্রাম থেকে শহরে পাড়ি জমানো শ্রমিকরা। অনেকে হারিয়ে ফেলেছেন শেষ সম্বলটুকুও। বন্যার পানিতে তলিয়ে গেছে জীবনের সব সঞ্চয়।কোনোমতে পরিবারসহ শপিংমল বা উঁচু কোনো জায়গায় আশ্রয় নিয়েছেন এই শ্রমিকরা।

পৈতৃক ভিটেমাটি ছেড়ে একটু ভালো থাকার আশায় এসব শ্রমিক বেছে নিয়েছিলেন শহুরে জীবন। কিন্তু হেনানের প্রাদেশিক রাজধানী ঝেংঝৌতে কয়েক দিনের ভয়াবহ বন্যায় ভেসে গেছে অনেকেরই স্বপ্ন।

বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় এখন মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত মিলছে না গ্রাম থেকে আসা এসব কর্মীদের। জীবন জীবিকার শক্ত ভিত না থাকায় শহরে ভয়াল বন্যায় দিশেহারা এই মানুষগুলো গ্রামেও ফিরতে পারছেন না।

ক্ষয়ক্ষতির তালিকা থেকে বাদ যাননি ব্যবসায়ীরাও। অনেকেরই পুঁজি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন।

তথ্য বলছে, ঝেংঝৌর মতো শহরগুলোতে কর্মরত আছে প্রত্যন্ত অঞ্চল থেকে যাওয়া প্রায় ২৮ কোটি মানুষ। যারা সবাই উন্নত জীবনের আশায় শহরে পাড়ি দিয়েছিলেন।

Exit mobile version