Site icon Jamuna Television

সমঝোতায় আসলো নেইমার ও বার্সা

ছবি: সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই বার্সেলোনার সঙ্গে ঝামেলা চলে আসছিলো নেইমারের। তবে সকল ঝামেলা মিটিয়ে অবশেষে সমঝোতায় আসলো ব্রাজিল তারকা নেইমার ও ফুটবল ক্লাব বার্সা।

বর্তমান বার্সা বোর্ডের সভাপতি হুয়ান লাপোর্তা সমস্যা সমাধানে নেইমারের সঙ্গে চুক্তি করেছেন। যেখানে দু’পক্ষই আদালত থেকে নিজেদের মামলাগুলো প্রত্যাহার করে নেবে বলে মত দেয়।

সোমবার (২৬ জুলাই) সন্ধ্যার পর বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কোন পক্ষই আর আদালতে লড়াই চালিয়ে যাবে না। সিভিল অ্যান্ড লেবার কোর্টে যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই বার্সেলোনা দাবি নেইমারের কাছে তারা ১৬.৭ মিলিয়ন ইউরো পাবে। অন্যদিকে, নেইমারের দাবি বার্সার কাছে ৪৭.২ মিলিয়ন ইউরো পাওনা তিনি।

Exit mobile version