Site icon Jamuna Television

মহারাষ্ট্রে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯২ জনে

মহারাষ্ট্রে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯২ জনে

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে প্রলয়ংকারী বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯২ জনে। সোমবার রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিশ্চিত করেন এ তথ্য।

দুর্গত এলাকা পরিদর্শনের সময় উপ-মুখ্যমন্ত্রী জানান, রায়গড়ে তল্লাশি চালিয়ে আরও ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যার ফলে বেড়েছে মোট প্রাণহানির সংখ্যা। এসময় ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণের আশ্বাসও দেন তিনি। বলেন, বন্যা পরবর্তী সংস্কার কাজে সহযোগিতা করবে সরকার। রাজ্যটিতে চলমান প্রাকৃতিক দুর্যোগে এখনো নিখোঁজ কমপক্ষে ২৫ বাসিন্দা। এছাড়া উদ্ধারকৃতদের মধ্যে ৫০ জনের মতো ব্যক্তি গুরুতর আহত; চলছে তাদের প্রাথমিক চিকিৎসা।

দুর্গত এলাকাগুলো থেকে কমপক্ষে দু’লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। গেলো সপ্তাহ থেকেই রেকর্ড বৃষ্টিপাত হচ্ছে মহারাষ্ট্রে।

এনএনআর/

Exit mobile version