Site icon Jamuna Television

‘মশারি ছাড়াই আরামে ঘুমায় ঢাকা দক্ষিণের মানুষ’

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশার উপদ্রপ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এই পুরান ঢাকায় রাতে খুব আরামে মশারি ছাড়া ঘুমুতে পারবেন। এমন কথা বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি আজ দুপুরে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন।

এই অনুষ্ঠানে মেয়র আরও বলেন, কিছু এলাকায় মশার সমস্যা রয়েছে তবে সার্বিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশার উপদ্রপ নিয়ন্ত্রণে। এই নিয়ন্ত্রণে ধরে রাখার জন্য যা যা প্রয়োজনীয় কাজকর্ম চলমান রয়েছে তা আমরা অব্যাহত রাখবো।

তিনি আরও বলেন, ইতিবাচক পরিবর্তনের সুচনা হয়েছে, যতদিন যাবে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। ঢাকা দক্ষিণ এলাকার ৯০ ভাগ রাস্তা চলাচল উপযোগী করে নির্মাণ করা হয়েছে। আমার মেয়াদকালে চমৎকার জলসবুজের ঢাকা এই শহরের নাগরিকদের দিবো। সব মিলিয়ে আমাদের চেষ্টার কমতি নেই। আমরা বাসযোগ্য ঢাকা এই শহরের মানুষকে উপহার দেয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

মেয়র মশার প্রকোপ কমাতে নাগরিকদের পানি জমে থাকার উৎস নষ্ট করার অনুরোধ করেন।

 

 

Exit mobile version