Site icon Jamuna Television

ঢাকার প্রবেশ মুখে মানুষের ঢল

লকডাউনের পঞ্চম দিন সকালে ঢাকার প্রবেশ মুখ যাত্রাবাড়ি এলাকায় ছিল মানুষের ঢল।

লকডাউনের পঞ্চম দিন সকালে ঢাকার প্রবেশ মুখ যাত্রাবাড়ি এলাকায় ছিল মানুষের ঢল। সেই সাথে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। একই সাথে বেড়েছে মানুষের চলাচলও।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানী ঘুরে দেখা গেছে, গণপরিবহণ বন্ধ থাকলেও রাস্তায় রিকশা এবং ব্যক্তিগত গাড়ির চাপ অনেক বেড়েছে। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ঢাকার প্রবেশমুখগুলোতে। লকডাউন উপেক্ষা করেই ঢাকায় ফিরছেন ঈদে বাড়ি ফেরা মানুষেরা।

তবে যারা বাইরে বের হচ্ছেন তাদের বেশিরভাগই দাবি করছেন, অফিসিয়াল কাজে বের হচ্ছেন তারা। পাশাপাশি, গণপরিবহণ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অফিসগামী যাত্রীরা।

এছাড়া, সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে লকডাউন বাস্তবায়নে তৎপর থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। যারা বের হয়েছেন তাদেরকে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জরিমানা।

/এস এন

Exit mobile version