Site icon Jamuna Television

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৭

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৭

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৬ রোহিঙ্গাসহ সাত জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ১০ নম্বর ক্যাম্পের কয়েকটি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। ঘটনাস্থলেই মাটিচাপা পড়ে মারা যান একই পরিবারের দুইজনসহ ৬ জন। আহত হয়েছেন চার জন। এছাড়া হোয়াইক্যংয়েও পাহাড়ধসে মারা যান একজন। এরইমধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাকিদেরও উদ্ধার করে হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে গতকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। তাই পাহাড় ধসের শঙ্কা ছিল আগে থেকেই।

এনএনআর/

Exit mobile version