Site icon Jamuna Television

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শহিদুল ইসলাম রনি ও নিক্সন।

ফেনী প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার হিছাছরা ব্রিজের দক্ষিণ পাশে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়া এলাকার শহিদুল ইসলাম রনি (৩০) ও পৌরসভার বাঁশপাড়া এলাকার নিক্সন (২৮) মারা গেছেন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আহতদের হাসপাতালে নেয়ার পর তারা মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version