Site icon Jamuna Television

ক্রুনাল পান্ডিয়ার করোনা শনাক্ত, ভারত-শ্রীলঙ্কার ম্যাচ স্থগিত

ক্রুনাল পান্ডিয়া। ছবি: সংগৃহীত

ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে করোনা পজেটিভ শনাক্ত হবার পরই ক্রুনালকে আইসোলেশনে নেয়া হয়। এ ঘটনায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ২য় টি-২০ ম্যাচটি স্থগিত করা হয়েছে।

গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ জানান, শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার ২য় টি-২০ ম্যাচটি একদিন পিছিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।

দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ক্রুনাল পান্ডিয়া গলায় এবং শরীরে ব্যথা অনুভব করছেন। তবে জ্বর নেই তার। ক্রুনালের সংস্পর্শে আসা হার্দিক পান্ডিয়া, ইশান কিষান, সূর্যকুমার যাদব, কৃষ্ণাপ্পা গৌতম, দেবদূত পাডিক্কালকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

Exit mobile version