Site icon Jamuna Television

মাইক টাইসন মুহূর্ত: কান কামড়ানো হলো বক্সিং রিঙে

ডেভিড নিকার কান কামড়ে দিচ্ছেন ইউনেস বাল্লা। ছবি: সংগৃহীত

মরোক্কান বক্সার ইউনেস বাল্লা বক্সিং রিঙে প্রতিপক্ষের কান কামড়ে টোকিও অলিম্পিকে সৃষ্টি করলেন এক মাইক টাইসন মুহূর্তের। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়ে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তোলা মাইক টাইসনের ঘটনাটিকে আজ অনেকের মনে পড়ার কথা। আর ম্যাচ জিতেও নিউজিল্যান্ডের বক্সার ডেভিড নিকা জানিয়েছেন, তিনি হতবাক!

ম্যাচ জিততে তেমন কোনো কষ্টই করতে হয়নি কমনওয়েলথ গেমসের দু’বারের স্বর্ণজয়ী নিকাকে। ৫-০ ব্যবধানে তিনি পরাস্ত করেছেন ইউনেস বাল্লাকে। হতাশ হয়ে এক পর্যায়ে নিকার মনোসংযোগে বিঘ্ন ঘটানোর জন্য তার কান কামড়ে দেয়ার চেষ্টা করেন ইউনেস বাল্লা। কিন্তু মুখে মাউথগার্ড থাকার কারণে আর ডেভিড নিকার বর্ণনানুসারে, তার কান ঘামে ভেজা থাকায় খুব একটা সুবিধা করতে পারেননি বাল্লা।

তবে বেশ অবাক যে হয়েছেন তা ম্যাচের পর জানিয়েছেন ডেভিড নিকা। তিনি বলেন, গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে একবার বুকে কামড় খেয়েছিলাম। কিন্তু এটা খুবই অবাক করা ব্যাপার যে এমনটা ঘটলো অলিম্পিকে।

Exit mobile version