তালেবানের হামলার মুখে পালিয়ে আফগান সেনারা আশ্রয় নিচ্ছে পাকিস্তানে।
‘খাইবার পাখ-তুন-খোয়া’ প্রদেশ তালেবানের দখলে যাওয়ার পর, সীমান্ত পাড়ি দিয়ে চিত্রাল শহরে প্রবেশ করেছে ৪৬ আফগান সেনা। তাদের নিরাপদ আশ্রয়, চিকিৎসা সেবা নিশ্চিত করেছে পাকিস্তান। আফগানিস্তান সেনাদের প্রত্যাবাসন নিয়ে আফগান কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে পাকিস্তান সরকার।
অবশ্য, সেনাদের পালানোর বিষয়টি সাফ অস্বীকার করেছে ঘানি সরকার। কিন্তু এরপরই, আশ্রয় নেয়া সেনা সদস্যদের ভিডিও প্রকাশ করেছে পাক গোয়েন্দা সংস্থা- আইএসআই।
সম্প্রতি, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনা প্রত্যাহার শুরু করায় সক্রিয় হয়ে ওঠে তালেবান। দেশটির এক-তৃতীয়াংশ এলাকা দখলে নেয় তারা।

