Site icon Jamuna Television

রাজনীতিতে যাচ্ছেন না রজনীকান্ত

সংগৃহীত ছবি।

বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন চলছে রজনীকান্ত রাজনীতিতে যুক্ত হবেন কিনা। রজনী মাক্কাল মানদ্রাম তার একটি সংগঠন নিয়েই শুরু হয়েছিল এই আলোচনা। তবে সম্প্রতি তিনি জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে যাচ্ছেন না তিনি।

৭০ বছর বয়সী এই সুপারস্টার তার ভক্তদের সাথে এক সাক্ষাতে স্পষ্ট বলেছেন, তার রাজনীতিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। গত ১২ জুলাইয়ের ওই সাক্ষাতে তিনি জানান, রজনী মাক্কাল মানদ্রামের কর্মীরা এখন থেকে সেবামূলক কাজ করবেন। দেখা হবে জনসেবার সেবার মঞ্চে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি খবরে এমনই তথ্য জানানো হয়েছে।

রজনীর ভক্তরা যারা আশা করতেন রজনী এমনকি একদিন ভারতের রাষ্ট্রপতিএ হতে পারে, তাদের জন্য এই ঘোষণা হতাশাব্যঞ্জকই হবে।

Exit mobile version