Site icon Jamuna Television

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত মমিনুর হক রকি ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বগুড়ায় মমিনুর ইসলাম রকি নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) রাতে সদর উপজেলার হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমিনুর ইসলাম রকি ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, ইউপি নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরে এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন তিনি। রাতের আঁধারে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রকিকে। পরবর্তীতে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, নিহত রকি অস্ত্র-মাদক’সহ একাধিক মামলার আসামি ছিল। সব বিষয় সামনে রেখেই তদন্ত করা হচ্ছে।

Exit mobile version