Site icon Jamuna Television

মাদারীপুরের সেই মানসিক প্রতিবন্ধী মাকে ঢাকায় হাসপাতালে ভর্তির ব্যবস্থা

স্টাফ করোসপনডেন্টঃ
মাদারীপুরের শিবচরের সেই পিতৃহীন নবজাতকের মানসিক প্রতিবন্ধী মাকে ঢাকার জাতীয় মানসিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে যমুনা ব্যাংকের ফাস্ট এ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ ও তার বন্ধুরা তাকে ঢাকায় নিয়ে যান। তারা এই নারীকে সুস্থ হওয়া পর্যন্ত  হাসপাতালে রেখে চিকিৎসার যাবতীয় খরচ বহনসহ পরবর্তিতে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নবজাতককে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক সিলেটের সরকারী কর্মকর্তা নিঃসন্তান দম্পত্তি দত্তক নেয়।

জানা যায়, গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌর এলাকার হাতির বাগান মাঠে বালুর মধ্যে কন্যা সন্তানের জন্ম দেন মানসিক প্রতিবন্ধী সালমা।

Exit mobile version