Site icon Jamuna Television

কুমিল্লায় এলো আরও ৯২ হাজার ৮শ ডোজ করোনা টিকা

কুমিল্লায় নতুন আসা টিকার চালান গ্রহণ করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় নতুন করে আরও ৯২ হাজার ৮০০ ডোজ করোনা টিকা এসে পৌঁছেছে। নতুন আসা এই চালানের আওতায় কোল্ডচেইন বজায় রেখে মডার্নার ১৪,৪০০ ডোজ ও সিনোফার্মার ৭৮,৪০০ ডোজ করোনা টিকা সরবারহ করা হয় জেলাটিতে।

মঙ্গলবার (২৭ জুলাই) রাতে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে এসব করোনা টিকা গ্রহণ করে জেলা স্বাস্থ্য বিভাগ। ইপিআই সেন্টারে করোনা টিকার এই চালানটি গ্রহণ করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, সহকারী কমিশনার মো. জিয়াউর রহমান, ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানী লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার নূর ই আলম ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায় বলেন, মডার্নার করোনা টিকা সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে। উপজেলা থেকে যেসব প্রবাসী রেজিষ্ট্রেশন করছেন তাদেরকেও সিভিল সার্জন কার্য্যালয়ে এলে মডার্নার টিকা দেওয়া হবে।

/এস এন

Exit mobile version