Site icon Jamuna Television

রিয়াল মাদ্রিদ ছাড়লেন রাফায়েল ভারানে

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন রাফায়েল ভারানে। এ নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে দু’পক্ষ।

মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতেই রিয়াল মাদ্রিদে এক দশকের পথচলা শেষ হচ্ছে এই ফরাসি ডিফেন্ডারের। ২০২৫ সাল পর্যন্ত রেড ডেভিলদের হয়ে খেলবেন এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডার। তাকে কিনতে ৩ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ হবে ইংলিশ ক্লাবটির। যা বেড়ে হতে পারে চার কোটি ২০ পাউন্ড পর্যন্ত।

২০১১ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ভারানে খেলেছেন ৩৬০ ম্যাচ। জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৩টি লিগ শিরোপা।

Exit mobile version