Site icon Jamuna Television

নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলো যুক্তরাষ্ট্র

ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জোর দেয়ার পরামর্শ দিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা। দুই ডোজ টিকা গ্রহণকারীদেরও বদ্ধ জায়গায় মাস্ক পরার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি জানায়, ভ্যাকসিনেশনের পরও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন অনেকে। মাস্ক না পরায় অনেকে বাহক হিসেবে ছড়াচ্ছে ভাইরাস। তাই করোনার হটস্পটগুলোয় ভবনের ভেতর মাস্ক পরার ওপর গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে কোভিড সংক্রমিত শনাক্তের সংখ্যা গড়ে ৫৭ হাজারের মতো। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গড়ে ২৪ হাজার। বিস্তার আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন সংক্রমণ বিশেষজ্ঞরা।

Exit mobile version