Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ৮০ মাইল ধাওয়া করে সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে সিনেমার চোর-পুলিশ লড়াইয়ের মতো ধাওয়া করে এক সন্দেহভাজনকে আটক করেছে দেশটির পুলিশ। নাটকীয় সেই পুলিশি অভিযানের দৃশ্য ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওকলাহোমায় সন্দেহভাজন এক অপরাধীকে ধরতে ৮০ মাইল রাস্তা ধাওয়া করে পুলিশ। ঘণ্টায় ১২০ মাইল গতিতে ছুটে চলে গাড়ি। একের পর এক হাইওয়ে পরিবর্তন করে এগিয়ে চলে লাল অডিতে থাকা সন্দেহভাজন ব্যক্তি। এক সময় অবশ্য হাল ছাড়তে বাধ্য হয় সে। ওকলাহোমার শহরতলী থেকে ২০ মাইল দক্ষিণে নরম্যান শহরে পৌঁছে গাড়ির নিয়ন্ত্রণ হারায় ওই ব্যক্তি। আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে নেমে যায় রাস্তা থেকে। বাধ্য হয়ে ধরা দেয় পুলিশের কাছে।

সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার নাম জেমস ডেইলি। তবে কি কারণে এই অভিযান তা স্পষ্ট করেনি নিরাপত্তা বাহিনী।

Exit mobile version