Site icon Jamuna Television

দাবানলে বিপর্যস্ত গ্রিস ও স্পেন

ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত গ্রিস ও স্পেন। তাপদাহ ও শুষ্ক আবহাওয়ার প্রভাবে মঙ্গলবার (২৭ জুলাই) থেকে ছড়াতে শুরু করেছে আগুন।

গ্রিসের রাজধানী এথেন্সে ছড়িয়েছে আগুন। ৩০ কিলোমিটার বনভূমি পুড়িয়ে আগুন ঢুকেছে লোকালয়ে। পুড়ছে ঘরবাড়ি, গাড়ি, খামারসহ প্রচুর সম্পদ। ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো রাজধানী শহর। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। দাবানল ছড়ানোর আশঙ্কা আরও কিছু অঞ্চলে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকশ কর্মী।

অন্যদিকে, দাবানলের আগুন ছড়িয়েছে স্পেনের কাতালোনিয়া প্রদেশেও। পুড়েছে চার হাজার একর বনভূমি। এলাকা ছেড়েছেন হাজারো বাসিন্দা। জারি করা হয়েছে জরুরি অবস্থা। তবে বৃষ্টিপাতে কিছুটা কমেছে আগুনের তীব্রতা। গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনে পুড়ছে দেশটি।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে শুরু করেছে বিশ্ব।

এদিকে, ইতালির দাবানলের তীব্রতা বাড়ায় অগ্নিনির্বাপক বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

Exit mobile version