Site icon Jamuna Television

সাইবার হামলার জবাবে অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার জবাবে সত্যিকারের অস্ত্রের মুখোমুখিও হওয়া লাগতে পারে। মঙ্গলবার (২৭ জুলাই) এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রাশিয়া ও চীনের ক্রমাগত সাইবার হামলা প্রসঙ্গে এমন কড়া মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমার মনে হয় এটার শেষ হওয়া দরকার। সাইবার বিধি লঙ্ঘনের জবাব যদি অস্ত্র দিয়ে দেয়া হয়? সত্যিকারের মরণাস্ত্র? রাশিয়া যে ভুয়া তথ্য ছড়াচ্ছে, তারও একটা বিহিত হওয়া দরকার। তারা এরইমধ্যে আগামি বছরের নির্বাচন নিয়ে ভুলভাল তথ্য প্রচার করছে। যা নিশ্চিতভাবেই আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে পেন্টাগন।

মূলত রাশিয়াই ছিল বাইডেনের ক্ষোভের টার্গেট। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচন সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ানোর দায়ে অভিযুক্ত করেন মস্কোকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, ‘নিকটতম বন্ধু’ বলে বিদ্রূপও করেন।

সম্প্রতি হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন হাই প্রোফাইল কর্মকর্তা ও সরকারি কার্যালয়ের নেটওয়ার্ক। এতে অনেক রাজ্যে বাধাগ্রস্ত হয় জ্বালানি ও খাদ্য সরবরাহ প্রক্রিয়া। এর জেরে বাইডেন প্রশাসনের অন্যতম শীর্ষ এজেন্ডা হয়ে উঠেছে সাইবার নিরাপত্তা।

Exit mobile version