Site icon Jamuna Television

নেপালের লিগে খেলবেন আফ্রিদি

ছবি: সংগৃহীত

নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বুমবুম আফ্রিদি। আন্তর্জাতিক থেকে অবসর নিলেও এখনও ২২ গজের মাঠ ছাড়েননি এই ৪৪ বয়সী অলরাউন্ডার।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নেপালের কির্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে হবে এভারেস্ট প্রিমিয়ার লিগ। লিগে নেপালের তারকা লেগস্পিনার সন্দিপ লামিছানের দল কাঠমান্ডু কিংস এলেভেনের হয়ে খেলবেন আফ্রিদি।

মূলত লামিছানের আমন্ত্রণেই নেপালে খেলতে যাচ্ছেন আফ্রিদি। এর আগে লামিছানে ও আফ্রিদি পরস্পরের বিপক্ষে খেলেছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে। সেখান থেকেই সখ্যতা।

আফ্রিদি বলেছেন, কাঠমান্ডুতে এটাই আমার প্রথম সফর হবে। আমি এই সফরকে ঘিরে রোমাঞ্চিত। আশা করছি ভালো সময় কাটবে।

আফ্রিদির আগমনবার্তা পেয়ে উচ্ছ্বসিত তরুণ লামিছানে। এক ভিডিও বার্তায় আফ্রিদিকে স্বাগত জানিয়ে লামিছানে বলেন, কাঠমান্ডু কিংস এলেভেনে স্বাগতম। ছেলেরা আপনাকে মাঠে দেখতে উদগ্রীব। আমি জানি, নেপালে আপনার দারুণ সময় কাটবে। আপনাকে দলে দেখার জন্য তর সইছে না।

উল্লেখ্য, আফ্রিদি পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওডিআই ও ৯৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে মিলিয়ে আফ্রিদির সংগ্রহ ১১১৯৬ রান। আর উইকেট শিকার করেছেন ৫৪১টি।

এনএস/

Exit mobile version