Site icon Jamuna Television

হোলি উৎসবে প্রাণ গেলো এইচএসসি পরীক্ষার্থীর

পুরান ঢাকার লক্ষীবাজারে হোলি উৎসবে ছুরিকাঘাতে রওনক নামের এক এইসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে আজিমপুর নিউ পল্টন এলাকার একটি কলেজের শিক্ষার্থী।

সকালে লক্ষীবাজারের হোলি উৎসবে যোগ দিতে যায় রওনক। হোলি উৎসব চলার সময় তাকে আর খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করে বন্ধুরা। অনেক খোঁজাখুঁজির পর পঙ্কজ কলেজের সামনে রক্তাক্ত অবস্থায় রওনককে পাওয়া যায়। ঢাকা মেডিকেলে নেয়া হলে তাকে মৃত বলে জানান চিকিৎসক।

রওনকের বন্ধুরা জানিয়েছে, সকালে এক বান্ধবী তাদের কয়েকজনকে হোলি উৎসবে যোগ দিতে ডেকে নিয়ে যায়। পরে লক্ষীবাজারের স্থানীয় কিছু ছেলে রওনককে জোর করে একটি গলিতে নিয়ে যায়। এ ঘটনার পেছনে নারীঘটিত বিষয় থাকতে পারে বলে ধারণা রওনকের বন্ধুদের।
Exit mobile version