Site icon Jamuna Television

ইসরায়েলের ২৫ গোয়েন্দাকে গ্রেফতার করেছে ইরান

প্রতীকী ছবি

বিপুল পরিমাণ অস্ত্রসহ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে ইরান।
মঙ্গলবার (২৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়।

তেহরানের দাবি, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে পানি সংকট নিয়ে চলমান আন্দোলনে নাশকতার পরিকল্পনা ছিল তাদের। কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করে তারা। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি তেহরান। কোন দেশ থেকে কবে ইরানে প্রবেশ করেছে তাও জানায়নি। পশ্চিমে তুরস্ক ও ইরাকের সাথে সীমান্ত রয়েছে ইরানের।

এমন সময়ে ইসরায়েলি গোয়েন্দা আটকের খবর দিলো ইরান যখন খুজিস্তানে চলমান আন্দোলনে ইতোমধ্যে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। ইরানে প্রায়ই গুপ্তহত্যা চালায় মোসাদ সদস্যরা। একাধিক বিজ্ঞানী হত্যার সাথে সংস্থাটির সদস্যদের সংশ্লিষ্টতার নজির আছে।

Exit mobile version