Site icon Jamuna Television

সেনা মহড়া চালিয়ে চীনের সামরিক শক্তি প্রদর্শন

ছবি: সংগৃহীত

সেনা মহড়ার মাধ্যমে নিজেদের নজরকাড়া সামরিক শক্তি প্রদর্শন করলো চীন। দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে এ মহড়া চালালো সেনাবাহিনীর বিশেষায়িত একটি শাখা।

মহড়ার মাধ্যমে নিজেদের রণকৌশল ও প্রতিরক্ষামূলক সক্ষমতা প্রদর্শন করে দেশটি। ‘নৌ ও ভূমি’- উভয় ক্ষেত্রে নিজেদের পারদর্শিতার চর্চা করে তারা। অনুশীলন করে নিত্যনতুন সমরাস্ত্র ব্যবহারের। রাত্রিকালীন যুদ্ধকৌশলের মধ্যমে দেখায় নিজেদের শক্তিমত্তা। সকালে রণকৌশল বদলে সারি সারি ট্যাঙ্ক নিয়ে নৌপথে এগিয়ে চলে সেনারা। ছুড়তে থাকে মুহুর্মুহু গোলাবারুদ।

যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাকযুদ্ধের মধ্যেই চীনের এ শক্তি প্রদর্শন আলোচনার জন্ম দিয়েছে। তবে চীনা কর্তৃপক্ষের দাবি পহেলা আগস্ট ‘সেনা দিবস’কে মাথায় রেখে চালানো হয়েছে এ মহড়া।

Exit mobile version