Site icon Jamuna Television

পটুয়াখালীতে প্রশাসনের মাদকবিরোধী প্রেসব্রিফিং

পটুয়াখালী প্রতিনিধিঃ

“জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতেও তথ্য অফিসের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের দরবার হলে আজ বেলা ১১টায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।  প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গত এক মাসে পটুয়াখালী থেকে ৪১কেজি গাজা, ২৯৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সাংবাদিক গোলাম কিবরিয়া, সোহরাব হোসেন, আবদুস সালাম আরিফ প্রমূখ।

Exit mobile version