Site icon Jamuna Television

ঘরে ঘরে গিয়ে মশা নিধন করা সম্ভব না: মেয়র তাপস

ফাইল ছবি।

ঘরে ঘরে গিয়ে মশা নিধন করা সম্ভব না, নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস শেখ ফজলে নুর তাপস।

বুধবার (২৮ জুলাই) সকালে কদমতলী এলাকার ম্যাচ কলোনিতে পরিদর্শন শেষে তিনি একথা জানান।

মেয়র তাপস বলেন, ২০১৯ সালের তুলনায় এবারের ডেঙ্গু পরিস্থিতি অনেকটা ভালো। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য মে মাস থেকেই নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে। গত ১১ জুলাই থেকে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় মেয়র তাপস আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা প্রকাশ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই তথ্য দিয়ে ঢাকাবাসীকে সহযোগিতা করার নিবেদন জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version