Site icon Jamuna Television

তালেবানের নিয়ন্ত্রণাধীন সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান

দিনে ১০০টি পণ্যবাহী ট্রাক আফগানিস্তানে প্রবেশ করতে পারবে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চামান স্পিন বোলদাক সীমান্ত দিয়ে। সংগৃহীত ছবি।

তালেবানের নিয়ন্ত্রণে থাকা আফগানিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে পাকিস্তান। বুধবার (২৮ জুলাই) দেশটির কাস্টমস নিশ্চিত করেছে এ তথ্য।

বলা হয়েছে, দিনে ১০০টি পণ্যবাহী ট্রাক আফগানিস্তানে প্রবেশ করতে পারবে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চামান স্পিন বোলদাক সীমান্ত দিয়ে। রয়টার্সের একটি খবরে এমন তথ্য জানানো হয়েছে।

তালেবানের সাথে আফগান সেনাদের সংঘাতের কারণে চলতি মাসের শুরুতেই বন্ধ করে দেয়া হয়েছিলো সীমান্তটি। এখন সপ্তাহে ৬ দিন পণ্য আনা নেওয়া করা যাবে বলে জানানো হয়।

তবে সীমান্তটি তালেবানের নিয়ন্ত্রণে থাকায় কীভাবে কাস্টমস এর মাধ্যমে পণ্য খালাস হবে সে সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি পাকিস্তান।

Exit mobile version