Site icon Jamuna Television

দেশে করোনায় প্রাণহানি ২০ হাজার ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের প্রাণহানিসহ মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে। সংগৃহীত ছবি।

দেশে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২০ হাজার। গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের প্রাণহানিসহ মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন, শনাক্তের হার ৩০.১২ শতাংশ। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি।

বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১০ লাখ ৩৫ হাজার ৪৮৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২৩৭ জনের মধ্যে পুরুষ ১৪৯ জন আর নারী ৮৮ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৭০ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৬২ জন, খুলনায় ৩৪ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ১৬ জন, সিলেটে ১৮ জন, বরিশালে ৯ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Exit mobile version