Site icon Jamuna Television

কক্সবাজারে নিখোঁজ ৩ যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঢলের পানিতে ভেসে ভেসে নিখোঁজ ৩ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ঈদগাঁও খালের গরুর হালদা নামক এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

রামু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সৌমেন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। নিহত ওই তিন জন হলেন, ঈদগাঁও উপজেলার সদর ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ার ওমর ফারুক (২৩), মোহাম্মদ মোরশেদ (১৫) ও দেলোয়ার হোসেন (১৬)।

বুধবার সকালে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়া সড়কে খালের ওপর নির্মাণাধীন বীর মুক্তিযোদ্ধা ছুরত আলম সেতুর নীচে ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে ওই যুবকরা নিখোঁজ হয়েছেন।

Exit mobile version