Site icon Jamuna Television

১২ ঘণ্টার ব্যবধানে করোনা কেড়ে নিলো বাবা-ছেলের প্রাণ

পিতা ও পুত্র দুজনেই করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বাবা। তার ১২ ঘণ্টা পর একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার ছেলেও। দুজনেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মঙ্গলবার (২৭ জুলাই) আবু সৈয়দ চৌধুরীর (৮০) মৃত্যুর পর বুধবার সকালে মারা যান ছেলে আলমগীর (৩৫)। গত ২২ জুলাই কোভিড ডেডিকেটেড চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আবু সৈয়দ চৌধুরীকে। আর আলমগীরকে ভর্তি করা হয়েছিল ২১ জুলাই।

‌১২ ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী।

বুধবার সকাল ১১টায় বাবাকে এবং পরে বাদ জোহর ছেলেকে বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গাউছিয়া কমিটি ও নিষ্ঠা ফাউন্ডেশনের কর্মীদের সহায়তায় তাদের দাফনকাজ সম্পন্ন হয়েছে।

Exit mobile version