Site icon Jamuna Television

মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ২৪

বালু মহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেশ কয়েক জন আহত হয়।

মিরপুরের দারুসসালাম এলাকায় স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৪ জনকে আটক করেছে পুলিশ। বালু মহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেশ কয়েক জন আহত হয়।

বুধবার (২৮ মার্চ) বিকেল ৫টার পর সংঘর্ষের সূত্রপাত হয়। ধাওয়া পাল্টা-ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। পুরিশ দুপক্ষের মাঝে অবস্থান নিলেও ধাওয়া-পাল্টা ধাওয়া থেকে ক্রমে সংঘর্ষে জড়িয়ে গ্রুপ দুটি।

পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এসময় দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ইসলামের বাসা ও আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ২৪ জনকে আটক করেছে পুলিশ।

স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মুরাদ গ্রুপের অভিযোগ, সভাপতি গ্রুপ জোর করে তাদের বালুর মহালের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে।

Exit mobile version