Site icon Jamuna Television

কর্মীদের ভারে ভেঙে পড়ল মেয়রের সভামঞ্চ

ঢাকার পরীবাগে নেতাকর্মীদের ভারে ভেঙে পড়েছে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানের মঞ্চ।

বৃহস্পতিবার দুপুরে পরীবাগ মসজিদসংলগ্ন নালীরপাড় এলাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মঞ্চে স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মেয়রের সঙ্গে মঞ্চে উঠেন। অনুষ্ঠান চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে যখন জবাব দিচ্ছিলেন, তখনই হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে মঞ্চ। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

পরে মেয়র বলেন, আল্লাহর রহমতে আমি ঠিক আছি, কোনো সমস্যা হয়নি। এটি দুর্ঘটনাবশত হয়েছে।

Exit mobile version