Site icon Jamuna Television

শিক্ষার্থীদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ দেখানোর নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। এবার সিনেমাটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখানোর নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়।

২৭ জুলাই উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ছবিটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের জীবন নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এছাড়া, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে এবং প্রতিষ্ঠান খোলার পর সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে।

Exit mobile version