Site icon Jamuna Television

সফল এক সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের সাথে সফল এক সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমান।

জিম্বাবুয়ে সফরে টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেই সিরিজ জিতেছে রাসেল ডোমিঙ্গো শিষ্যরা। ঢাকায় পৌঁছে সরাসরি টিম হোটেলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। থাকবে জৈব সুরক্ষা বলয়ে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এসেছে অস্ট্রেলিয়া দল।

আগামী ৩ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। আর পহেলা আগস্ট অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। ফলে ম্যাচের আগে মাত্র তিনদিন অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা।

Exit mobile version