Site icon Jamuna Television

জম্মু-কাশ্মিরে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় প্রাণ হারিয়েছেন ২২ জন

আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল।

ভারতের হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মিরে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় প্রাণ হারালেন কমপক্ষে ২২ জন। গতকাল বুধবারের (২৮ জুলাই) আকস্মিক এই প্রাকৃতিক দূর্যোগে এখনো নিখোঁজ রয়েছেন ৩৫ জন।

ভারতের জাতীয় আবহাওয়া অধিদফতর জানায়, উত্তরাঞ্চলীয় রাজ্যটির কুল্লু জেলায় হচ্ছে বজ্রপাতসহ তুমুল বৃষ্টিপাত। যার ফলে, স্থানীয় খরস্রোতা নদীগুলোর পানি উপচে উঠে ভাসিয়ে নিয়েছে লোকালয়। ১৪ জনের প্রাণহানীর পাশাপাশি ধ্বংস করছে অসংখ্য ঘরবাড়ি এবং সম্পদ, নিখোঁজ রয়েছেন ৫ জন।

ফলে অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে, জম্মু-কাশ্মিরের কিস্তোয়ার জেলায় প্রবল বৃষ্টিপাত-ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন, এখনও নিখোঁজ অন্তত ৩৬ জন। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা। গেলো সপ্তাহ থেকে, মহারাষ্ট্রে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ।

Exit mobile version