Site icon Jamuna Television

চট্টগ্রামে করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ১৭

বিশ্বে করোনা থেকে সুস্থ ১৭ কোটি ৮১ লাখের বেশি মানুষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৩১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংগৃহীত নমুনার বিপরীতে করোনা শনাক্তের হার ৩৭ শতাংশের বেশি।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সরকারি হিসাবে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৭৫১ জন। মৃত্যু হয়েছে মোট ৯৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৫৮ জন। বাকী ৪৫৭ জন বিভিন্ন উপজেলার। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন শহরের, অপর ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৭৯২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তারমাঝে করোনা শনাক্ত হয় ৯১৫ জনের। শনাক্তের হার ছিল প্রায় ৩৩ শতাংশ। ওই দিন করোনায় ১৭ ব্যক্তির মৃত্যু হয় চট্টগ্রামে।

Exit mobile version