Site icon Jamuna Television

আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাংকের লেনদেনের সময় বৃদ্ধি করা হয়েছে। এই তিন দিন সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করতে পারবেন গ্রাহকরা। বর্তমানে বিধিনিষেধে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।

২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোরতম বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে সচল আছে দেশের ব্যাংকগুলো। একইসাথে শেয়ারবাজারেও লেনদেন চলছে। তবে রাজধানীর ব্যাংক শাখাগুলোয় তেমন ভিড় দেখা যাচ্ছে না।

এনএনআর/

Exit mobile version