Site icon Jamuna Television

রাশিয়ায় বিদেশি গুপ্তচর অভিযোগে আটক ‘দি ইনসাইডার’ সংবাদ মাধ্যমের চিফ এডিটর

রাশিয়ায় বিদেশি গুপ্তচর অভিযোগে আটক 'দি ইনসাইডার' সংবাদ মাধ্যমের চিফ এডিটর

ছবি: 'দি ইনসাইডার' সংবাদ মাধ্যমের চিফ এডিটর রোমান দোব্রোখতব।

‘বিদেশি গুপ্তচর’ আখ্যা দিয়ে ‘দি ইনসাইডার’ সংবাদ মাধ্যমের চিফ এডিটর রোমান দোব্রোখতবকে গ্রেফতার করলো রাশিয়া পুলিশ।

বুধবার তার বাড়িতে সাঁড়াশি অভিযান চালানো হয়। রোমানের অভিযোগ, সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনের আগে অনুসন্ধানী রিপোর্টারদের কণ্ঠরোধের জন্যেই সরকারের এ কূটকৌশল। কারণ, সংবাদ মাধ্যমটি দীর্ঘদিন ধরেই বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির পক্ষে কথা বলছিলো। এমনকি ইউক্রেনে বিধ্বস্ত মালয়েশিয়ার ফ্লাইট বিধ্বস্তের ঘটনা নিয়েও তারা প্রশ্ন তুলেছিলো। কয়েক মাস যাবৎ বেশকিছু গণমাধ্যমকে ‘বিদেশি এজেন্ট’ তকমা দিয়েছে পুতিন প্রশাসন।

দুই দশক ধরে রাশিয়া শাসন করা ভ্লাদিমির পুতিন গত বছরই সংবিধানে আনেন পরিবর্তন। পাকাপোক্ত করেন ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বিষয়টি।

এনএনআর/

Exit mobile version