Site icon Jamuna Television

টাঙ্গাইলে টিকা রেজিস্ট্রেশনের নামে প্রতারণা, আটক ১

প্রতারণার অভিযোগে আটক সাব্বির হোসেন রুবেল (৩১)।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে করোনার টিকা রেজিস্ট্রেশন করার নামে প্রতারণা চালানো চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এরশাদুর রহমান।

র‍্যাব-১২ জানায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে সাব্বির হোসেন রুবেল (৩১) নামের ওই ব্যক্তিকে আটক করে তারা। আটক সাব্বির সদর উপজেলার নগর জলফৈ গ্রামের সামাদ মিয়ার ছেলে।

কোম্পানি কমান্ডার এএসপি এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নগরীর জলফৈ এলাকার আরাফ ফটোস্ট্যাট এন্ড কম্পিউটারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে সাব্বিরকে আটক করা হয়। সে চলমান করোনা মহামারীর টিকা নেয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে দেওয়ার কথা বলে প্রতারণা চালাতো। ব্যক্তিভেদে সে দেড় থেকে দুই হাজার টাকা করে নিতো।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Exit mobile version