Site icon Jamuna Television

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিসিবির কঠোর জৈব সুরক্ষা বলয়

জৈব সুরক্ষা বলয় রক্ষা করতে বন্ধ করে দেয়া হয়েছে বোর্ডের প্রধান ফটক।

অস্ট্রেলিয়া সিরিজকে কেন্দ্র করে কঠোর জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বোর্ডের প্রধান ফটক, গ্রাউন্ডস কর্মীদের চলাচল করা হয়েছে সীমিত।

শুধু তাই নয়, ভিন্ন গেট দিয়ে অফিস ঢুকছেন বিসিবি কর্তারা আর গেটের কাছের লিফট ব্যবহার করতে পারবেন শুধু সভাপতি। ম্যাচ অফিসিয়ালসহ অনেক কর্মকর্তাই এরমধ্যে উঠে গেছেন হোটেলে। হোটেলে নেই বাহিরের কোনো অতিথি। মাঠের ভেতরে ব্রডকাস্টারদের কোন ক্যামেরাও থাকছে না।

এত কড়াকড়ির মাঝেও অবশ্য ফাঁক ফোকরও আছে। এই যেমন প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা শ্রীলঙ্কা থেকে ছুটি কাটিয়ে এসেই কোয়ারেন্টাইন না করেই মাঠের ভেতরে ঢুকে গেছেন। অথচ মাঠ সংশ্লিষ্ট যে কাউকে থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে। কেন এই কাজ করলেন গামিনি?

জানার চেষ্টা করলে গামিনির উত্তর ঢাকা আসার পর পিসিআর টেস্টে নেগেটিভ এসেছিলো । তাই ঢুকেছেন!

গুরুত্বপূর্ণ এই সিরিজে অবশ্য আর মাঠে ঢুকে উইকেটের পরিচর্যা করতে পারবেন না। জানার পরও সিরিজ শুরুর ১৪ দিন আগে কেন ছুটে গেলেন?

সেই উত্তর অবশ্য এড়িয়ে গেলেন। যাবারই কথা। তবে টাইগার ভক্তরা অবশ্য এতে খুশিই হতে পারেন। বরাবরই মিরপুরে রহস্য জনক টি-২০ উইকেট বানানোর কারিগর গামিনি অন্তত থাকছেন না এই সিরিজে!

Exit mobile version