Site icon Jamuna Television

নাটোরে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে প্রশাসনের প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার

“জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্য নিয়ে মাদক নিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নাটোরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজেনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সার্কিট হাউজে জেলা প্রশাসক শাহিনা খাতুন মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রিফ করেন। প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, সারাদেশের ন্যায় মাদকমুক্ত নাটোর গড়তে বর্তমান সরকারের নির্দেশে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ২০১৭ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলায় মোট ৭৬২টি অভিযান পরিচালনা করে। মোট মামলার সংখ্যা ২১৯টি। আসামী ২০ জন, গ্রেফতার ২৩১জন, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ১০২টি। এছাড়া ২৫৯৭পিচ ইয়াবা, ১০০গ্রাম হেরোইন, ডিনেচার্ড স্পিরিট ৭৪লিটার, নগদ ৭৬ হাজার ৬শত ২০ টাকাসহ সবমিলিয়ে প্রায় ৩৫৭৮৩১০ টাকার সমমূল্যের আলামত উদ্ধার করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আনিসুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম উপস্থিত ছিলেন।

Exit mobile version