Site icon Jamuna Television

বার্সায় ফিরেছেন লিও মেসি

বার্সেলোনা শহরে পৌঁছেছেন লিওনেল মেসি।

আন্তর্জাতিক ম্যাচের ছুটি কাটিয়ে বুধবার (২৮ জুলাই) বার্সেলোনা শহরে পৌঁছান লিওনেল মেসি। কিন্তু বিমানবন্দরে বার্সাতে তার থাকার বিষয় নিয়ে কোন কথা বলেননি এলএমটেন।

কোপা আমেরিকার মিশন শেষ করে পরিবারের সাথে সময় কাটাতে যান লিও। এরপর সেখান থেকে বুধবারই বার্সেলোনাতে পৌঁছান তিনি। কাতালানদের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ায় গেলো একমাস ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন মেসি। অবশ্য বার্সায় থাকার বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন তা জানা যায়নি তার কাছ থেকে।

নতুন চুক্তি কবে হবে বা তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, এসব নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে চলছে উত্তেজনা। যদিও ক্লাবের পক্ষ থেকে তাদের লিজেন্ডারি ১০ নম্বর জার্সিধারীকে ধরে রাখার কথা জানানো হয়েছে আগেই।

Exit mobile version