Site icon Jamuna Television

অলিম্পিকে পদকের শীর্ষস্থানের জন্য লড়ছে চীন-যুক্তরাষ্ট্র-জাপান

অলিম্পিকে পদকের শীর্ষস্থানের জন্য লড়ছে চীন-যুক্তরাষ্ট্র-জাপান। ছবি: সংগৃহীত

পদক তালিকার শীর্ষস্থান নিয়ে লড়াই চলছে স্বাগতিক জাপান, চীন আর যুক্তরাষ্ট্রের মাঝে। ৭ম দিনের শুরুতে চীন, জাপানকে পেছনে ফেলে মার্কিনীরা শীর্ষে উঠে এলোও আবারও শীর্ষে উঠেছে চীন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৪টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ২৯টি পদক নিয়ে শীর্ষে অবস্থান চীনের। ১৩টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৩৬টি পদক জিতে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। আর ১৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ জিতে তিন নম্বরে আছে স্বাগতিক জাপান।

এছাড়াও, ৮টি স্বর্ণসহ ২০টি পদক জিতে তালিকার চারে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ৭টি স্বর্ণ নিয়ে পাঁচ নাম্বারে অবস্থান করছে রাশিয়ার অ্যাথলেটরা। ৫টি স্বর্ণ জয়ী গ্রেট ব্রিটেন আছে ছয় নম্বরে। ৪ স্বর্ণ জেতা দক্ষিণ কোরিয়া উঠে এসেছে টেবিলের সাতে। সমান ৩টি স্বর্ণ জিতে এরপরই আছে জার্মানি ও ফ্রান্স। আর ২টি করে স্বর্ণ আছে ইটালি, নেদারল্যান্ডস, কানাডা, হাঙ্গেরি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও কসোভোর।

Exit mobile version