Site icon Jamuna Television

লকডাউনের সপ্তম দিনে রাজধানীতে রিকশার রাজত্ব

রাজধানীর প্রধান প্রধান সড়কে ব্যক্তিগত গাড়ির চাপের পাশাপাশি দেখা গেছে রিকশার রাজত্ব।

লকডাউনের প্রথম কয়েকদিন আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির কারণে রাজধানীর সড়কে মানুষ ও যানবাহনের চলাচল কম থাকলেও দিন যতো যাচ্ছে ততোই বেড়েই চলেছে মানুষ আর যানবাহনের চাপ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) লকডাউনের সপ্তম দিনে রাজধানীর প্রধান প্রধান সড়কে ব্যক্তিগত গাড়ির চাপের পাশাপাশি দেখা গেছে রিকশার রাজত্ব।

প্রতিটা সড়কের মোড়ে মোড়ে যথারীতি রয়েছে পুলিশের চেকপোস্ট। জরিমানা আর শাস্তি দেয়ার পরও থামানো যাচ্ছে না মানুষকে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, জরুরি দরকার ছাড়াও বের হয়েছেন অনেকে, জিজ্ঞাসাবাদ করলে দিচ্ছেন নানা অজুহাত।

এদিকে, রাজধানীর প্রবেশ পথেও ঢাকামুখী মানুষের চলাচল বেড়েছে। ছোট ছোট যানবাহন ও পিকআপে করে ঢাকা আসছেন তারা।

Exit mobile version