Site icon Jamuna Television

ফরিদপুরে ১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড প্রায় অর্ধশতাধিক বাড়ি

ফরিদপুরে ১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড প্রায় অর্ধশতাধিক বাড়ি।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে মিনিট খানেকের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ২০টি পরিবারের প্রায় অর্ধশতাধিক বাড়ি। এছাড়াও ঘূর্ণিঝড়ের কারণে উপড়ে গিয়েছে ওই এলাকার প্রায় সহস্রাধিক গাছপালা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমরদী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকে ঝড়ো হাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ মিনিট খানেক ঝড় বয়ে যায় ওই গ্রামের ১ কিলোমিটার এলাকায়। এতে ঘরের চাল আকাশে উড়িয়ে নেওয়াসহ বড় বড় গাছ, পাকা-আধপাকা ঘরের উপর এসে পড়ে।

ঝড়ের তাণ্ডবের পর ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা গাছ সরিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান ও সহকারী কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন জানায়, ঘূর্ণিঝড়টি মাত্র ১ মিনিটের মধ্যে ব্যাপক তাণ্ডব চালিয়ে গ্রামটিকে লণ্ডভণ্ড করে দিয়েছে। প্রাথমিক ভাবে আমরা ক্ষয়ক্ষতি নির্ধারণ করে পরবর্তীতে তাদেরকে সাহায্যে প্রদানের ব্যবস্থা করব।

এসময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও নগদ এক হাজার টাকা তাৎক্ষনিক প্রদান করা হয়।

Exit mobile version