Site icon Jamuna Television

আবার বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আরও এক ধাপ বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রীর দফতর থেকে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

সারাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায়ই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ, দেশে করোনা রোগী শনাক্তের পর ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার। এরপর করোনাভাইরাসের বিস্তার রোধে ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বারবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়।

সর্বশেষ ঘোষণায় ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

Exit mobile version