Site icon Jamuna Television

নাটোর আদালতে পুলিশের কাছ থেকে পালালো আসামি

পলাতক আসামী মনিরুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোর আদালত থেকে লালপুর থানায় চুরির মামলায় গ্রেফতার এক আসামী পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। পলাতক আসামী মনিরুল ইসলাম নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে আদালত পরিদর্শকের কক্ষের সামনে এই ঘটনাটি ঘটে। পলাতক আসামী মনিরুল ইসলামকে গ্রেফতারের জন্য একাধিক টিম মাঠে নেমেছে বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, থানায় একটি চুরির মামলায় বুধবার রাতে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার মনিরুলসহ অন্য আসামীদের আদালতে প্রেরণ করা হয়। নাটোর আদালতের সামনে পুলিশের গাড়ী থেকে আসামীদের গণনা করে নামানো হয়। এরপর আদালত পরিদর্শকের কক্ষের সামনে থেকে পালিয়ে যায় মনিরুল ইসলাম। পরে আসামী গণনার সময় তা জানতে পারেন পুলিশ সদস্যরা। মনিরুলকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

আদালত পরিদর্শক আমিনুল ইসলাম এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

/এস এন

Exit mobile version