Site icon Jamuna Television

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ৭ বছর পর কোটালীপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

আজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে দুপুরে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ কামাল হোসেন। এসময় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র তুলে দেন। তবে অন্য কোন দলের মেয়র প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি।

এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুন্সী ওহিদুজ্জামান জানিয়েছেন।

আগামী ৪ মার্চ মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। আর আগামী ২৯ মার্চ বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩ শত ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৯৭ জন এবং নারী ভোটার ৬ হাজার ৬১৮ জন।

 

 

 

 

Exit mobile version