Site icon Jamuna Television

আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল

দুটি ম্যাচ দিয়ে আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল। ছবি: সংগৃহীত

আজ থেকে আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল। প্রথম দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। আর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে লড়বে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা। দুটি ম্যাচই শুরু হবে বিকেল চারটায়।

এর আগে, ২৪ জুলাই শুরু হওয়ার কথা ছিলো লিগের অসমাপ্ত অংশ। কিন্তু কঠোর লকডাউনে খেলা স্থগিত করে ফেডারেশন। সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা শেষে পুনরায় লিগ শুরুর অনুমতি পায় বাফুফে। এদিকে বিকল্প ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়াম ব্যবহারের পরিকল্পনা ফেডারেশনের। আর মোহামেডানের আবেদনের পরিপ্রেক্ষিতে কমলাপুরের পরিবর্তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেয়া হয়েছে ক্লাবটির পরবর্তী মাচ।

Exit mobile version